![বন্দরে পৃথক ২টি অগ্নিকান্ডে আহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/agun-final@abnews_123338.jpg)
বন্দর, ৩০ জানুয়ারি, এবিনিউজ : বন্দরে পৃথক ২টি স্থানে বৈদুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়ে প্রায় ৪ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে। গত রোবার রাত ৭টায় বন্দর থানার উত্তর লক্ষনখোলা ও গতকাল সোমবার সকাল ১০টায় সোনাকান্দাস্থ পশ্চিম হাজীপুর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘরে থাকা শিশু বাচ্চার প্রান বাঁচাতে গিয়ে দিনমজুর আজাদ (৩৩) ও মুজাহিদ (৩০) নামে যুবক মারাত্মক ভাবে আহত হয়।
আহতদের স্থানীয় এলাকাবাসী সংশ্লিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে। ২টি অগ্নিকান্ডের ঘটনার প্রত্যেক্ষদৃশি সূত্রে জানা গেছে, গত রোববার রাতে বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকায় কুষ্টিয়া ট ১১-০৩৪০ নাম্বারে একটি ট্রাকে তুলা লোড করার সময়। বিদুৎতের ট্রান্সর্ফমা থেকে বৈদুতিক র্শট সার্কিটের ফুলকি পরে তুলাবাহি ট্রাকে অগ্নিকান্ড সংগঠিত হয়। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহতায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ১ লাখ টাকা ক্ষতিসাধন হয়ে বলে মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানিয়েছে।
অপরদিকে গতকাল সোমবার সকাল ১০টায় বন্দর উপজেলার পশ্চিম হাজীপুরস্থ নজরুল মিয়ার ভাড়াটিয়া বাড়ীতে বৈদুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়ে ২টি বসত ঘর সম্পর্ন ভাবে পুড়ে গিয়ে প্রায় ৩ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে। আগুন নিভাতে গিয়ে পশ্চিম হাজীপুর এলাকার মৃত সাহাবুর মিয়ার ছেলে দিনমজুর আজাদ মিয়া ও একই এলাকার মৃত আফসার উদ্দিন মিয়ার ছেলে মুজাহিদ ঘরে থাকা একটি শিশু বাচ্চাকে বাঁচাতে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয় এলাকাবাসী ও বন্দর ফায়ার সার্ভিসের সহতায় প্রায় ত্রিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এবিএন/মো. নাসির উদ্দিন/জসিম/নির্ঝর