![শাল্লায় উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/sommelon_abnews_123342.jpg)
সুনামগঞ্জ, ৩০ জানুয়ারি, এবিনিউজ : শাল্লায় জাল সনদে দপ্তরী নিয়োগে উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তুলেছেন ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী নিয়োগের ফলাফলে দ্বিতীয় স্থান অধিকারী পলাশ রায়। দপ্তরী আবেদনে জাল সনদের স্পষ্ট জালিয়াতির প্রমাণ থাকার পরও তদন্তের নামে চলছে গড়িমসি।
আজ মঙ্গলবার সকাল ১১টায় পৌর বিপনীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। পলাশ রায়ের পক্ষে পান্ডব রায় লিখিত বক্তব্যে তিনি আরো অভিযোগ করেন গত ৩০/১২/২০১৭ইং তারিখে উপজেলা ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্টিত হয়। উপজেলা শিক্ষা অফিসার দীন মোহাম্মদ যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে জাল সনদে আবেদনকারীদের চাকুরি পাইয়ে দেন।
তিনি বলেন, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় হরিভুষণ দাসের ছেলে সিন্ধু কুমার দাসকে প্রথম স্থান অধিকার হিসেবে বাঁছাই করেন। সিন্ধু দাস খালিয়াজুড়ি উপজেলার বাঘাটিয়া উচ্চ বিদ্যালয়ের নামে সনদ বানিয়ে আবেদন করেছেন। এ অনিয়মের কথা জনে জনে জানাজানি হলে সহকারি শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ সনদ বদল করে সিন্ধু দাসকে ঐ বিদ্যালয়ে নিয়োগ বহাল রাখার পাঁয়তারা করছেন।
অভিযোগকারী এসব অনিয়মের দ্রুত তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সংবাদ সম্মেলনে জোর দাবি জানিয়েছেন।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি