শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • তারাগঞ্জে জন কল্যাণ মুখী নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে জন কল্যাণ মুখী নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে জন কল্যাণ মুখী নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

তারাগঞ্জ (রংপুর) , ৩০ জানুয়ারি, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে জন কল্যাণ মুখী নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সন্ধ্যা ৮.০০ ঘটিকায় রওশন মার্কেটে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জন কল্যাণ মুখী নাগরিক কমিটির সভাপতি খেতাব উদ্দিন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বাবুল, ৪নং হাড়িয়ারকুঠি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আফজাল মাষ্টার, সাবেক সভাপতি শেখ রোস্তম আলী, ৪নং হাড়িয়ারকুঠি ইউনিয়নের বিএনপি সভাপতি মজুমদার রহমান। সভায় বক্তারা তৃণমুল পর্যায় গরীব দুখী অসহায় মেহনতী মানুষের পাশে দাড়িয়ে দলমত নির্বিশেষে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একমত পোষন করেন। এছাড়াও বন্যা অগ্নিকান্ড শৈত্যপ্রবাহ প্রাকৃতিক দুর্যোগ সহ সকল মানুষের সমস্যায় সুখে দুখে পাশে থেকে স্থানীয় সরকার সহ প্রশাসনের কাছে সহযোগিতা চেয়ে একমত পোষন করে। এ সময় আরো উপস্থিত ছিলেন উক্ত পরিচিতি কমিটির উপদেষ্ঠা ডা. সাঈখ আ. কাদের কুরআনী(মজনু), খলিলুর রহমান, মাষ্টার জাভেদ আলী, প্রফেসর সামসুল হক, হাফেজ সারজাহান আলী।

জন কল্যানমুখী নাগরিক কমিটির পরিচিতি অনুষ্ঠিানে এছাড়াও উপস্থিত ছিলেন জন কল্যাণ মুখী নাগরিক কমিটির সহ. সভাপতি রওশন আলী, ডা. আমজাদ হোসেন, সম্পাদক আজহারুল ইসলাম সহ. সম্পাদ আশরাফুল আলম, ময়নুল ইসলাম, সাংগাঠনিক আমিনুল ইসলাম, সহ. সাংগাঠনিক আলমগীর হোসেন ভুট্টু, প্রচার সম্পাদক আনিছুল হক(২), সহ. প্রচার সম্পাদক অহিদুল ইসলাম, কোষাধ্যাক্ষ গোলাম মোস্তফা, কালেক্টর আবজালুল হক, ধর্ম মশিউর রহমান, আইন সম্পাদক রশিদুল ইসলাম রশিদ, সমাজ কল্যান সম্পাদক আজাদ হোসেন লেবু, সহ. সমাজ কল্যান সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক নুরুল হক, সহ. ক্রীড়া সম্পাদক আফজালুল হক কমান্ডার, দপ্তর সম্পাদক লতিফ মিয়া, অডিট সম্পাদক বরকতউল্ল্যাহ রাজু আহম্মেদ। সদস্য, আ. মজিদ শাহ্, মনছুর আলী কবিরাজ, আবু বক্কর ছিদ্দিক, নুরুজ্জামান, শফিকুল ইসলাম, এনামুল হক, আব্দুল হাকিম, রফিকুল ইসলাম, আ. রহমান, সেলিম, সবুর সরকার, মেহেরুল ইসলাম, আ. ছালেক, ভরসা মামুদ, আ. ওহাব দেওয়ান, শাহিন মিয়া, লিটন প্রাং, আশরাফুল, আ. ফাত্তাহ প্রমুখ।

এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত