![তারাগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/taragonj-kombol_123347.jpg)
তারাগঞ্জ (রংপুর), ৩০ জানুয়ারি, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। গত কাল সোমবার বিকেলে কমান্ড কার্যালয়ে ১৫ জন মুক্তিযোদ্ধাকে উপজেলা নির্বাহী অফিসার জিলুফা সুলতানার নিজস্ব তহবিল থেকে কম্বল বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আলী হোসেন, ইছাহাক আলী, গোলজার হোসেন-১, খতিবর রহমান, এছলাম উদ্দিন, নছর আলী, মনছুর আলী, তোজাব উদ্দিন, গোলজার হোসেন-২, বড়দা শংকর, তরনী কান্ত, আজিজুল ইসলাম, ফজলু হক, আব্দুল হামিদ প্রমুখ।
এবিএন/ বিপ্লব হোসেন অপু/জসিম/নির্ঝর