![তারাগঞ্জে গ্রাম আদালত বিষয়ক ইউপি সদস্যদের প্রশিক্ষণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/taragonj-adalot_123349.jpg)
তারাগঞ্জ (রংপুর), ৩০ জানুয়ারি, এবিনিউজ : “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে” প্রতিবাদ্যকে সামনে রেখে গ্রাম আদালত বিষয়ক তিন দিন ব্যাপী ইউপি সদস্যদের নিয়ে প্রশিক্ষণী অনুষ্ঠানটি উদ্বোধন করেন রংপুর জেলা যুব উন্নয়ন অফিসার দিলগীর হোসেন।
গতকাল সোমবর সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে ইএসডিও (২য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিলুফা সুলতানা। এসময় ইকরচালী হাড়িয়ারকুঠি সয়ার ইউনিয়নের ২৭ জন ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইএসডিও জেলা সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী কল্পনা রানী, ভিসিএ আহসান হাবীব, সাহের বানু, লাভলী বেগম, মনছুরা বেগম প্রমুখ।
এবিএন/ বিপ্লব হোসেন অপু/জসিম/নির্ঝর