শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কুবি’র নতুন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির

কুবি’র নতুন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির

কুবি (কুমিল্লা), ৩০ জানুয়ারি, এবিনিউজ : অপেক্ষার প্রহর শেষ হয়েছে। স্বস্তির নিঃশ্বাস বিশ্ববিদ্যালয় পরিবারের। গুঞ্জনকে সত্যে পরিণত করে দীর্ঘ ৫৮ দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

মহামান্য রাষ্টপতির পক্ষে উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন,২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. এমরান কবির চেীধুরী, বায়োকেমেষ্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে সম্মতি জ্ঞাপন করেছেন। বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের মেয়াদ শেষ হয়েছিল ডিসেম্বর মাসের ০২ তারিখ।

এবিএন/নাহিদ ইকবাল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত