
ব্রাহ্মণবাড়িয়া, ৩০ জানুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের পরামর্শ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সামাজিক সাংস্কৃতিক ও সেচ্ছানেবী সংগঠন সৌরভ এর আয়োজনে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদেকে পরামর্শ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্টান সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ কামরুল হাসান শান্তর সভাপতিত্বে এবং মোঃ আনিসুর রহমান রিপনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন।
প্রধান পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোপানুল ইসলাম সোপান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাসলিমা সুলতানা নিশাত, এএসপি সদর সার্কেল মোঃ আবু সাঈদ, জেলা পরিষদের সদস্য মোঃ বাবুল মিয়া, প্রেসক্লাবের সিনিয়ার সহ-সভাপতি মোঃ আল আমিন শাহিন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আলী আজম, সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন রানা, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক প্রমুখ।
এবিএন/এস.এম. জহিরুল আলম চৌধুরী(টিপু) /জসিম/তোহা