![ফরিদপুর পৌরসভার কর্মবিরতি কারইে ভোগান্তিতে পৌরবাসী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/foridpur_abnews24 copy_123378.jpg)
ফরিদপুর, ৩০ জানুয়ারি, এবিনিউজ : ফরিদপুর শহর এখন ময়লার ভাগারে পরিনত হয়েছে। কয়েকদিন ধরে পৌর কতৃপক্ষ ময়লা-আবর্জনা না সরানোয় গোটা পৌর এলাকায় জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে। রাস্তা-ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা থেকে তীব্র দূর্গন্ধ বের হওয়ায় শহরবাসী পড়েছে চরম অস্বস্তিকর অবস্থার মধ্যে। এছাড়া সকল পৌর নাগরিক সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছে পৌরবাসী। পৌর কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন দাবীতে আন্দোলন চলার কারনেই তারা পৌর নাগরিকদের সেবা দিতে পারছেনা।
পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারনে বন্ধ রয়েছে ফরিদপুর পৌরসভার সকল প্রকার নাগরিক সেবা। ফলে চরম বিড়ম্বনায় পড়েছে লক্ষাধিক পৌরবাসী। গত তিন দিন ধরে পৌরসভার সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছে পৌর নাগরিকেরা। পৌর কর্তৃপক্ষের সেবা কার্যক্রম বন্ধ থাকার ফলে ময়লা-আবর্জনায় সয়লাব হয়ে গেছে শহরের অলি-গলি। ময়লা-আবর্জনার দূর্গন্ধে সড়ক দিয়ে চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া সড়ক বাতি না জ্বলায় সন্ধ্যার পর শহর পরিনত হয় অন্ধকারের নগরীতে। পৌরসভার সেবা কার্যক্রম বন্ধ থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছে পৌরবাসী।
এদিকে পৌরসভার নাগরিক সেবা কার্যক্রম বন্ধ রাখায় দুঃখ প্রকাশ করে পৌরসচিব তানজিলুর রহমান জানান, সরকার দাবি মেনে নিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া নাগরিকদের সেবা দিতে না পারাটা সাময়িক।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি