![গোদাগাড়ীতে চালককে বেঁধে অটোরিক্সা ছিনতাই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/gaodgari-map_123380.jpg)
গোদাগাড়ী (রাজশাহী), ৩০ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে ভাড়া করে নিয়ে গিয়ে অটোরিক্সা ছিনতাই এর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার পৌর সদরে ফিরোজ চত্বরে ৬-৭ জন যুবক অটো রিক্সাটি রির্জাভ করে চাঁপাই এর উদ্দশ্যে রওনা দিলে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী মহাসড়কের পার্শ্ব রাস্তা রাজারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা অটো রিক্সা থামাতে বলে চালককে পিটিয়ে হাত পা বেঁধে মুখে টেপ পেচিয়ে ফেলে তার টাকা-পয়সাসহ অটোরিক্সাটি নিয়ে গেছে।
পরে স্থানীয়রা চালককে উদ্ধার করে চাঁপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত অটোরিক্সা চালক হলেন, গোদাগাড়ী পৌর এলাকার লালবাগ গ্রামের তৌইমুর রহমানের এর ছেলে সোহেল রানা (১৭)।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, এ ঘটনা আমার জানা নাই। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে চাঁপাই নবাবগঞ্জ থানাকে অবহিত করে আইনগত ব্যবস্থা করা হবে।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি