শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সোনাগাজীতে স্লুইজ গেইট নির্মাণে অনিয়ম: এলাকাবাসীর মানববন্ধন

সোনাগাজীতে স্লুইজ গেইট নির্মাণে অনিয়ম: এলাকাবাসীর মানববন্ধন

সোনাগাজীতে স্লুইজ গেইট নির্মাণে অনিয়ম: এলাকাবাসীর মানববন্ধন

ফেনী, ৩০ জানুয়ারি, এবিনিউজ : সোনাগাজী উপজেলার ৬ নং চরচান্দিয়া ইউনিয়নে সকুনিয়া খালের উপর প্রায় ২ কোটি টাকা ব্যয়ে স্লুইজ গেইট নির্মাণে ব্যাপক দুর্নীতি ও নিম্ম মানের কাজের অভিযোগে মঙ্গলবার সকালে স্লুইচ গেইট সংলগ্ন স্থানে এলাকাবাসী এক মানববন্ধন রচনা করেন। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কহিনুর আলম ও ঠিকাদার আশ্রাফুল আলম আবিরের শাস্তি দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মানব বন্ধনে অংশগ্রহনকারীরা অভিযোগ করেন, কাজের গুনগত মান নিয়ে প্রতিবাদ করলে ঠিকাদার আবির প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে হুমকি প্রদান করে এবং পুলিশের ভয় দেখান।

সরেজমিনে জানা যায়, মুহুরী সেচ প্রকল্পের জন্য সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প নামে স্লুইজ গেইটটি নির্মাণ কাজে নিয়োজিত আছেন আশ্রাফুল আবীর নামের এক ঠিকাদার। এশিয়া উন্নয়ন ব্যাংকের ১ কোটি ৭৫ লক্ষ ৪০ হাজার ২শ তেয়াত্তর টাকা ব্যয়ে নির্মানাধীন স্লুইজ গেইট নির্মাণের শুরুতেই অনিয়ম ও দুর্নীতি ও নিম্মমানের কাজের অভিযোগে নির্মাণের শুরুতেই এলাকাবাসী প্রতিবাদ করে। এলাকাবাসীর অনুরোধে গত ২৪ জানুয়ারি ২০১৮ ইং সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড, এম, কামরুল আনাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, স্থানীয় চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনসহ ১০/১২জন জনপ্রতিনিধি সরেজমিনে পরিদর্শন করে।

তারা এ সময় নিম্ম মানের কাজ দেখে ক্ষোভ ও দু:খ প্রকাশ করেন এবং ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান কাজের গুণগত মান বৃদ্ধি না করে নিম্ম মানের সেই পুরানো রড অপরিস্কার কংক্রিট ও বালু স্বল্প পরিমাণ সিমেন্ট সহ দরপত্রের শর্তানুযায়ী কাজ না করে নিম্মমানের কাজ করেই যাচ্ছেন। আজ মঙ্গলবার স্লুইজ গেইটটি কাজ চলাকালীন সময়ে উক্ত কাজে নিয়োজিত ফেনীর পানি উন্নয়ন বোর্ডের সভাপতি মোকারম হোসেন কে নিম্ম মানের কাজের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি নিরব দর্শকের ভূমিকা পালন করেন এবং বলেন, ঠিকাদারের ইচ্ছাই কাজ হচ্ছে আমাদের করার কিছুই নেই।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকায় অবস্থান করছি কাজের ব্যাপারে কিছুই জানি না। ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আশ্রাফুল ইসলাম আবিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে যান এবং তার ফেনীস্থ অফিসে সাংবাদিকদের চা খাওয়ার দাওয়াত দেন।তবে এলাকাবাসীকে হুমকি প্রদানের বিষয়টি অস্বীকার করেন। এ ব্যাপারে ফেনী জেলা প্রশাসক (ডিসি) মনোজ কুমার জানান, আমি লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত