রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

ভোলার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ভোলার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ভোলা, ৩০ জানুয়ারি, এবিনিউজ : ভোলা শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আবদুর রব স্কুল এন্ড কলেজে মেধবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বর্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দিনব্যাপী প্রতিষ্ঠানে মাঠে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ ও রুহুল আমিন জাহাঙ্গির প্রমূখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ৩৬ জন মেধাবী কৃতিশিক্ষার্থী, ১৮টি ইভেন্টে ২০০জন ক্রীড়া বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন কলেজের সভাপতি ও ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।

বক্তব্যে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে ইউনিয়ফর্ম পরে নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে। বিদ্যলয়ের নিয়ম-শৃংখলা মানতে হবে। আগামীতে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ প্রদান করা হবে'। ভোলার জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার আহব্বান জানান।

অনুষ্ঠানের উপস্থাপনা করেন আবদুর রব স্কুল এন্ড কলেজের প্রভাষক মনিরুল ইসলাম। একইদিন বিকালে ২০১৮ সানের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা এবং মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত