সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • উবাচ
  • ‘৮ ফেব্রুয়ারি সাজানো রায় হলে গণঅভ্যুত্থান হবে’

‘৮ ফেব্রুয়ারি সাজানো রায় হলে গণঅভ্যুত্থান হবে’

‘৮ ফেব্রুয়ারি সাজানো রায় হলে গণঅভ্যুত্থান হবে’

রাঙামাটি, ৩০ জানুয়ারি, এবিনিউজ : আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজানো রায়ের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাজা দিলে দেশে গণঅভ্যুত্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ

আজ সোমবার সন্ধ্যায় রাঙামাটি জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শওকত মাহমুদ বলেন, ‘এই মামলা থেকে গণঅভ্যুত্থান হবে, এই রায়ের পর। এবং এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ঘটবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বন্ধুগণ। আগামী ৮ তারিখ আমাদের আন্দোলন একটাই হবে, যদি সাজানো রায় আসে। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। হাসিনা গেলেই কিন্তু বাংলাদেশে নির্বাচন এমনিই সুষ্ঠু হবে।’

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত