
মদন (নেত্রকোনা), ৩০ জানুয়ারি, এবিনিউজ : গত ২৪ ও ২৫ জানুয়ারি এবিনিউজ টোয়েন্টিফোর পত্রিকায় ভিজিএফ কার্ডধারীদের কাছ থেকে টেক্স এর নামে ২০০ টাকা আদায় শিরোনামে সংবাদ প্রকাশ করা হওয়ার ৭ দিনেও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রুমান ফেরত দিচ্ছে না ভিজিএফ কার্ডধারীদের টাকা। ব্যবস্থা ও নিচ্ছে না প্রশাসন। সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে বিরুপ প্রভাব সৃষ্টি হয়েছে।
ফলে ইউপি চেয়ারম্যান রুমান উক্ত সংবাদ মিথ্যা প্রমাণ করার জন্য স্থানীয় একটি পত্রিকায় নিজেকে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করে এবং একটি প্রতিবাদ লিপি প্রকাশ করেছেন।
ভিটেবাড়ী নেই, অন্যের বাড়িতে বসবাস তবু গুনতে হচ্ছে টেক্সের টাকা। গত ২৪ জানুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয়ের আওতায় ভিজিএফ কর্মসূচির অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৮০ জন কৃষক ও জেলে পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করার সময় উপজেলার ৭নং নায়েকপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রুমানের নির্দেশে ইউপি সদ্যগণ ভিজিএফ কার্ডধারীদের নিকট থেকে টাকা উত্তোলন করেন।
সাবেক নায়েকপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন এর নিন্দা প্রকাশ করে বলেন, উক্ত চেয়ারম্যান সকল কর্মকান্ডই টাকার বিনিময়ে করে থাকেন। আমি চেয়ারম্যান আতিকুর রহমান রুমানের বিরুদ্ধে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আশুহস্ত ক্ষেপ কামনা করছি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান বলেন, চেয়ারম্যান বলেছেন তাদের টাকা ফেরত দিয়ে দেবেন। টাকা ফেরত না দিলে ভুক্তভোগীরা আমার নিকট আবেদন করলে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/এমসি