![পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/sova_abnews_123428.jpg)
পাইকগাছা (খুলনা), ৩০ জানুয়ারি, এবিনিউজ : পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম বাবর আলী।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম।
বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, শিক্ষক খালেকুজ্জামান, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন- পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, আলাউদ্দীন রাজা, মোঃ দাউদ শরীফ ও আজিজুর রহমান।
সভায় এসএসসি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করা, ইজিবাইক পৌর সদরে প্রবেশাধিকার ও এলাকার নদ-নদীতে নির্বিচারে পোনা আহরণ বন্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি