![চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে ২ নারী সদস্য নির্বাচিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/chitalmari_123433.jpg)
বাগেরহাট, ৩০ জানুয়ারি, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদে সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে কোন প্রতিদন্দ্বি না থাকয় দুইজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন রিটাইনিং অফিসার।
আজ মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিসার মো: দেলোয়ার হোসেন জানান, এ উপজেলা পরিষদে সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে মাত্র দুইজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এদের বিপক্ষে কোন প্রতিদন্দ্বি প্রর্থী না থাকায় বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটাইনিং অফিসার মো: রুহুল আমিন মল্লিক ১নং সংরক্ষিত মহিলা আসনে রেহেনা পারভীন ও ২নং সংরক্ষিত আসন থেকে নাসরিনা জামানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।
এবিএন/এস এস সাগর/জসিম/এমসি