
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ৩০ জানুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে দঃ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনকে হেনস্থা করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আইনশৃঙ্খলা সভায় প্রকাশ্যে ওই চেয়ারম্যানকে নাজেহাল করেন ইউএনও।
এ ঘটনার সুষ্ঠ প্রতিকার না হওযায় মঙ্গলবার উপজেলার আইনশৃঙ্খলা সভা বর্জন করেছেন পৌর মেয়র, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান, ৪ ইউপি চেয়ারম্যানসহ আরও কয়েকজন। ইউএনও’র এহেন অসধাচরণের বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী এ্যাড. আনিুসল হককে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন।
চেয়ারম্যান মো. জালাল উদ্দিন আজ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে জানান, সম্প্রতি ইউএনও চেয়ারম্যানকে অবগত না করে দক্ষিণ ইউনিয়নের একজনকে পঙ্গু ভাতার কার্ডের ব্যবস্থা করে দেন। গত মাসের আইনশৃঙ্খলা সভায় ওই ইপি চেয়ারম্যান ইউএনও’র কাছে এ ব্যপারে জানতে চান। এতে উপজেলা নির্বাহী অফিসার ক্ষুব্ধ হয়ে বলেন ‘চেয়ারম্যানের যোগ্য নন, চেয়ারম্যান হয়ে গেছেন’ আদব-কায়দা শিখেন নাই’। এরকম আরও বিভিন্ন অপমানজনক কথা বলেন।
তিনি বলেন, একজন সরকরী কর্মকর্তা হিসেবে আমরা তাঁকে সম্মান করি। কিন্তু তিনি কীভাবে একজন জনপ্রতিনিধিকে এভাবে অপমান করলেন। বিষয়টি আইনমন্ত্রীকে অবগত করেছি।
এ ব্যপারে আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। চেয়ারম্যানকে অপমান করায় আমি উপজেলা আইনশৃঙ্খলা সভায় যোগদান করিনি।
এ বিষয়ে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল ভূইয়া বলেন, আমি ওই সভায় উপস্থিত ছিলাম। ইউএনও সাহেব জালাল চেয়ারম্যানের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। যা কাম্য নয়।
এ ব্যপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান সাংবাদিকদের বলেন, আমি অপমানজনক কিছু বলিনি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
এবিএন/হান্নান খাদেম/জসিম/এমসি