সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

ঠাকুরগাঁওয়ে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার

ঠাকুরগাঁও, ৩০ জানুয়ারি, এবিনিউজ : ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়া এলাকায় পিস্তলসহ শাহীন খান ওরফে মাহারাজ খান শাহীন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিসুরের নেতৃত্বে টহলদল সহ পৗর শহরের ঘোষপাড়া মহল্লার মৃত আলাউদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে পৌর শহরের ঘোষপাড়া মহল্লার মৃত আলাউদ্দিনের বাড়িতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘেড়াও করে। এ সময় বাসায় তল্লাশী চালিয়ে মৃত আলাউদ্দিনের ছেলে শাহীনের কাছ থেকে ম্যাগাজিনবিহীন কাল রংয়ের একটি পিস্তল, চাপাতি, চাকু, বিভিন্ন ধরনের ছোরা উদ্ধার করা হয়। পরে শাহীনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে ঠাকুরগাঁও থানার এসআই আনিসুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাতে সদর থানার এসআই আনিসুর ও টহল দল অভিযান পরিচালনা করে শাহীনকে গ্রেফতার করে। মঙ্গলবার শাহীনকে আদালতে প্রেরন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।

এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত