শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

তারাগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত ৩

তারাগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত ৩

তারাগঞ্জ (রংপুর), ৩০ জানুয়ারি, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জে বিষ্ণুপুর কামার পাড়া গ্রামে পূর্ব শত্র“তার জের ধরে মারপিঠের অভিযোগ-মিলন স্থানীয় সরকার ও প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছে।

পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার কূর্শা ইউনিয়নের বিষ্ণুপুর কামার পাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে মীর হোসেন মিলনকে পূর্ব শত্র“তার জের ধরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ করছেন।

দীর্ঘ দিন ধরে একই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলামের সাথে জমি নিয়ে বিবাদ চলে আসছিল।এরই মধ্যে গত ২৮শে জানুয়ারি রবিবার বিকাল ৪.০০ ঘটিকায় রফিকুল মাদক দ্রব্য সেবন করে। তারপর বাড়িতে এসে মিলনের পরিবারকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। এসময় মিলনের স্ত্রী নিপা বেগম প্রতিবাদ করলে মিলনের বাড়িতে দেশীও অস্ত্র নিয়ে হামলা চালায়। আত্মরক্ষার জন্য স্বামীকে ফোন করে নিপা।

পরে রফিকুল ক্ষিপ্ত হয়ে মিলনের বাড়িতে ভাংচুর চালায়।এতে করে মিলন ও তার স্ত্রী বাধা দিলে তাদের লাঠি সোডা দিয়ে এলো পাতারিভাবে মারপিঠ করে।এসময় মিলনের বাবা সোহরাব আলী ছেলেকে রক্ষার জন্য এগিয়ে আসলে রফিকুলের লাঠির ও দেশীও অস্ত্রের আঘাতে গুরুতর জখম ও বুকে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়।

পরে আহত সোহরাব আলীকে স্বজনরা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

মিলন অভিযোগ করে বলেন, পরিবারসহ আমাকে মেরে ফেলার জন্য পূর্ব পরিকল্পিত ভাবে আক্রমন করছে। এ ঘটনায় তিন জনকে আসামী করে তারাগঞ্জ থানায় অভিযোগ দিয়েছি। আমি স্থানীয় সরকার ও প্রশাসনের কাছে সঠিক বিচার প্রার্থনা করছি।

রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার জমিতে ঘর তাই আমি ভাংচুর করেছি।আমি তাদের মারিনি তারাই আমার ইট দিয়ে মাথা ফাটিয়েছে।

কূর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক ঘটনার সত্ব্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে তারাগঞ্জ থানার এস আই মশিউর রহমান বলেন, থানায় লিখিত অভিযোগ করেছে বিষয়টি তদন্তভার পেয়েছি।সময় সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত