শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ডিমলায় নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে সংলাপ

ডিমলায় নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে সংলাপ

ডিমলা (নীলফামারী), ৩০ জানুয়ারি, এবিনিউজ : নীলফামারী ডিমলা উপজেলা হল রুমে আজ মঙ্গলবার সকালে পল্লী শ্রী রিকল-২০২১ প্রকল্প বাস্তবায়নে. অক্সফাম ইন বাংলাদেশ সহায়তায় উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ীও খালিশা চাপানি উইনিয়নের কমিউনিটি ব্যাস্ট অর্গানাইজেশন(সিবিওর)সদস্যদের নিয়ে নারী আর্থÑসামাজিক উন্নয়নে বাধা সমূহ চিহ্নিত করণ ও সমাধানের জন্য সংলাপ অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।

সংলাপে অংশগ্রহণ করেন- উপজেলা সরকারি দপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিনিধি আয়েশা সিদ্দিকা, বিআরডিবি কর্মকর্তা রাজিউর রহমান, ডিমলা থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি এস.আই ফেরদৌসী, একটি বাড়ী একটি খামার উপজেলা সমন্বয়কারী ইমরুল কায়েস।

আরও উপস্থিত ছিলেন- বনিক সমিতির প্রতিনিধি আমাজদ হোসেন লিখন, শ্রমিক সমিতির সভা প্রধান হাবলু খান লোহানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, সমাজ সেবা প্রতিনিধি মণীন্দ্রনাথ বর্মন, রিকল প্রকল্প-২০২১ প্রকল্প সমন্বয়কারী পল্লী শ্রী পুরান চন্দ্র বর্মন।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন রিকল প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর ফেরদৌস আরা।

উল্লেখ্য, সংলাপে সিবিও’র সদস্যদের বাধাগ্রস্থ চিহ্নিত করণ সমস্যাগুলো সমাধানের জন্য সরকারি দপ্তর থেকে সহযোগীতা ও কার্যকরী পদক্ষেক গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।

এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত