![পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/accident@abnews_123470.jpg)
পঞ্চগড়, ৩০ জানুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় আমজাদ হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলার ভজনপুর সাতমেড়া নামক স্থানের তেঁতুলিয়া পঞ্চগড় মহা-সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আমজাদ উপজেলার দেবনগড় ইউনিয়নের আঠারোখাড়ী গ্রামের আনিছুর রহমানের পুত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আমজাদ দীর্ঘদিন থেকে সাতমেড়া জেমকন খাম্বা লিঃ এ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পারিবারিক অসচ্ছলতার কারণে জেমকন লিমিটেডে ২২০টাকা দৈনিক হাজিরায় অল্প বয়সেই কাজ করে আসছিল।
প্রত্যক্ষদর্শী আল মামুন জানান, সন্ধার সময় জেমকনে কাজ শেষে ফেক্টরী হতে বের হয়ে বাইছাইকেল যোগে বাড়ি ফেরার পথে পঞ্চাশ গজ অতিক্রম করা মাত্রই তেঁতুলিয়া থেকে পাথর বোঝাই একটি অপর আরেকটি ট্রাকের অভারট্রেক করার সময় আমজাদ হোসেনকে ধাক্কা দিলে সে রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
একই এলাকার সহকর্মী প্রত্যক্ষদর্শী আক্তারুল ও আজিমুল জানান, মহাসড়কের দুধারে পাথরের স্থুপ থাকায় দুটি গাড়ি ক্রসিংএর সময় জায়গা সংকোচিতর কারনে এ দূর্ঘটনা হয়েছে। আমাদের রাস্তায় চলাচলে সব সময় ঝুকির সম্মূখীন হতে হয়। পাথরের স্থুপ মহাসড়কে থাকলে এ দুর্ঘটনা প্রতি নিয়ত ঘটবে।
ঘটনার পরে বিক্ষুপ্ত এলাকাবাসী ও পরিবারের লোকজন ঘাটত ট্রাকটি আটক ও নিরাপদ সড়কের দাবিতে প্রায় ২ঘন্টা মহাসড়ক অবরোধ করে। এর পর হাইওয়ে পুলিশ, তেঁতুলিয়া থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সড়কে যান চলাচল সাভাভিক করেন।
এ বিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।
এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/এমসি