বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শিবপুরে উপ-নির্বাচন উপলক্ষে বিএনপির কর্মী সভা

শিবপুরে উপ-নির্বাচন উপলক্ষে বিএনপির কর্মী সভা

শিবপুর (নরসিংদী), ৩১ জানুয়ারি, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের উপ-নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির অংঙ্গসংগঠনের আয়োজনে গড়বাড়ি বাজারের পাশে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন খোকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, সহ-সভাপতি আ: রশীদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুবদলের সদস্য সচিব নূরে আলম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মামুন, জাসাসের সাধারণ সম্পাদক ইলিয়াছ হায়দার, বোরহান উদ্দিন জেমস, মাহবুবুর রহমান মাসুদ প্রমূখ।

এ সময় বিএনপির ৭ জন মনোনয়ন প্রত্যাশীরা বক্তব্য রাখেন।

এরা হলেন- মো. শামীম মোল্লা, মো: আনোয়ার হোসেন খান, মিনহাজ উদ্দিন আহমেদ টুটুল, একে এম মোজাম্মেল হক মোল্লা, রেজাউল করিম রিপন, আ: মতিন ফরায়েজী, মো: বোরহান উদ্দিন।

অনুষ্ঠান পরিচালনা করেন মোফাজ্জল হোসেন নাজির।

উল্লেখ্য, অত্র ইউনিয়ন চেয়ারম্যান মিয়া হোসেন নাজির গত ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত