
গাজীপুর, ৩১ জানুয়ারি, এবিনিউজ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হবার সময় টঙ্গীতে বাস চাপায় মফিজ উদ্দিন (৪৮) নামে এক পথচারীর নিহতের ঘটনায় বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধরা। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। বুধবার সকালে টঙ্গীর মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মফিজ উদ্দিন (৪৮) জয়পুরহাটের পাচবিবি থানার সোনাপাড়া এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
টঙ্গী থানার এসআই জহিরুল ইসলাম ও স্থানীয়রা জানায়, সকাল মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হবার সময় গাজীপুরগামী একটি বাস মফিজ উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকাবাসী গাজীপুরগামী অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভাংচুর করে অগ্নিসংযোগ করে। এসময় ঘটনাস্থলের উভয় দিকে যানচলাচল সাময়িক বিঘ্নিত হয়। পরে টঙ্গী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নিলে প্রায় আধাঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: আতিকুর রহমান জানান, টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০মিনিটের চেষ্টায় আগুন নেভান। আগুনে বাসটির সিট ও বডি পুড়ে গেছে।
এবিএন/অালমগীর হোসেন/জসিম/নির্ঝর