
বান্দরবান, ৩১ জানুয়ারি, এবিনিউজ : বান্দরবানে পর্যটকের গাড়ী খাদে পড়ে ১জন নিহত ও ১৬জন আহত হয়েছে। নিহতের নাম মো. বাদশা (৪০)। এছাড়া এসময় চালকসহ ১৬জন আহত হয়েছে। তারা সকলে চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাইমী পাড়ার ঢালু পথ বেঁয়ে একটি হাইচ (চট্টমেট্রো-চ ১১-৬৬৭৭) দ্রুত বেগে নামছিলো। এসময় হঠাৎ করেই গাড়িটি গভীর খাদে পড়ে গেলে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করে।
আহত পর্যটক মোঃ ইমন জানান, ফটিকছড়ির রোসাংগিরি এলাকা থেকে চালকসহ ১৭জন বান্দরবানের নীলগিরিতে বেড়াতে আসে। নীলগিরি থেকে ফেরার পথে পাহাড়ের ঢালু পথে চালানোর সময় হঠাৎ করেই গাড়ীটির নিয়ন্ত্রণ হারালে লাইমী পাড়ার কাছে একটি গভীর খাদে পরে যায়। এসময় তাদের সাথে থাকা একই এলাকার বাদশা মারা যায় এবং চালকসহ তারা সকলেই আহত হয়।
এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু বলেন, হাসপাতালে আনার আগেই বাদশা’র মৃত্যু হয়েছে। আহত ১৬জনের মধ্যে এখনো ৫জনের অবস্থা গুরুতর। অবস্থা বুঝে তাদেরকে চট্টগ্রামে হস্তান্তর করা হবে।
এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/নির্ঝর