সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • বিজয়নগরে কম্পিউটার ব্যবসার আড়ালে চলছে পর্নোগ্রাফি ব্যবসা

বিজয়নগরে কম্পিউটার ব্যবসার আড়ালে চলছে পর্নোগ্রাফি ব্যবসা

বিজয়নগরে কম্পিউটার ব্যবসার আড়ালে চলছে পর্নোগ্রাফি ব্যবসা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া), ৩১ জানুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রত্যেকটি বাজারে কম্পিউটার ব্যবসার আড়ালে চলছে পর্নোগ্রাফি ব্যবসা। উপজেলার প্রায় কম্পিউটারের দোকানে মেমোরি লোডের নামে চলছে ওইসব অশ্লীল ছবি, সর্ট-ফুল, সময়ের ভিডিও‘র জমজমাট ব্যবসা। প্রশাসন ও অভিভাবকের উদাসিনতার দরুন মেমোরী কার্ডে ডাউন লোডিং সিস্টেমের মাধ্যমে স্কুল কলেজের শিক্ষার্থী, কিশোর কিশোরীদের নিকট অতি সহজে পৌঁছে যাচ্ছে এ অশ্লীল ভিডিও পর্নোছবি।

এরই ফলে এলাকার উঠতি বয়সের যুব সমাজ দিন দিন ধ্বংশের দিকে ধাবিত হচ্ছে। এই ধরনের অনৈতিক কাজের সাথে বিভিন্নভাবে জড়িত থেকে অনেকেই অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে প্রচুর পরিমাণ অর্থ।

জানা যায়, প্রতি মেমোরি কার্ড লোড করতে মাত্র ২০-৫০ টাকার বিনিময়ে মেমোরি কার্ডে খুব সহজেই এসব লোড করে দিচ্ছে ব্যবসায়ীরা। অশ্লীল ভিডিও বেশির ভাগ লোড করে নিচ্ছে শিশু,কিশোর-কিশোরী এবং যুবক যুবতীরা। তবে সব বয়সের লোকেরা এসব ভিডিও নিতে আসেন বলেও জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, এসব অশ্লীল ভিডিও, ফটোর কারণে ক্রমান্বয়ে সমাজে বাড়ছে অসামাজিক কর্মকান্ডসহ ইভটিজিং ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ। তাই দ্রুত কম্পিউটার ব্যবসার আড়ালে যে সকল ব্যবসায়ীরা এসব লোডিং ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী বলে মনে করেন সচেতন মহল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ জানান, এ ধরনের কাজ আইনের চোখে অত্যন্ত খারাপ। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। যারা এধরনের কাজের সাথে সম্পৃক্ত রয়েছে তাদের ব্যাপারে শীঘ্রই অভিযান পরিচালনার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থাসহ মালামাল জব্দ করা হবে।

এবিএন/জহিরুল আলম চৌধুরী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত