
লালপুর (নাটোর) , ৩১ জানুয়ারি, এবিনিউজ : শত্রুতার জের ধরে নাটোরের লালপুর উপজেলার দিয়াড় শংকরপুর চরে বরই বাগানের ১ শত ৪৯ টি গাছের ডাল কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
সূত্রে জানা যায়, উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের ইনছার আলীর ছেলে ইয়াকিন আলী দিয়াড় শংকরপুর চরে লিজ নিয়ে ১৫ বিঘা জমির উপর বরই বাগান তৈরি করে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে দুর্বৃত্তরা তার বাগানের ১ শত ৪৯ টি গাছের ডাল কেটে ফেলেছে।
ক্ষতিগ্রস্থ ইয়াকিন জানায়, রাতের অন্ধকারে কে বা কাহারা শত্রুতা করে আমার বরই বাগানের ক্ষতি করেছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগের প্রস্তুতি চলছে।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/নির্ঝর