শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সদরপুরে কৃষকরা পেল কৃষি উপকরণ সামগ্রী

সদরপুরে কৃষকরা পেল কৃষি উপকরণ সামগ্রী

সদরপুর (ফরিদপুর), ৩১ জানুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের সদরপুরে ২০১৭-১৮ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষি উপকরণ সামগ্রী হিসাবে ৪৪৫ জন কৃষক পেল সদরপুর কৃষি অধিদপ্তর থেকে মুগ ও তিলবীজ।

আজ বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে এসব বীজ বিতরণ করেন ফরিদপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক কার্তিক চক্রবর্তী ও বিশেষ অতিথি সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- সদরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদুল মিরাজ, চরনাসিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন সরদার, গ্রাম আদালত সমন্বয়কারী মোঃ আনিছুর রহমান খান।

কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নের তিলচাষি ৩৮০ জন কৃষককের মাঝে ১ কেজি বারি তিল বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি ও মুগচাষি ৬৫ জন কৃষককে বিনা মুগ জাতের ৫ কেজি মুগ বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি ১০ কেজি সার দেওয়া হয়েছে।

বীজ নিতে আসা সদরপুর ইউনিয়নের নান্নু মুন্সী, দিলীপ ঘোষ ও ঢেউখালী ইউনিয়নের কৃষক মোতালেব বেপারী, মোঃ নাজির মাতুব্বর জানান, বছরের বিভিন্ন মৌসুমে আমরা বিভিন্ন প্রজাতের বীজ পাচ্ছি। কৃষি অধিদপ্তরের সার্বিক সহযোগিতার কারণে আমরা সফলভাবে চাষাবাদ করতে পারছি।

এবিএন/সাব্বির হাসান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত