![হোসেনপুরে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/31/vvv_123527.jpg)
হোসেনপুর (ঢাকা), ৩১ জানুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুরে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিযদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ। দুদক কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ হোসেনপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার, সাবরেজিস্টার, সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাদের জনগণকে কাঙ্খিত সেবা দিতে গণশুনানির শপথ করান। এছাড়াও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় সভায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, সহকারি কমিশনার (ভূমি) মো.সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর মেয়র আ. কাইয়ুম খোকন, ওসি মো. আবুল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান সেলিনা সারোয়ার, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) উপজেলা শাখার সভাপতি মো. জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, প্রধান শিক্ষক বেগম জিন্নাত আক্তার, আতাউল বারী, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখসহ সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা