বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দাউদকান্দিতে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দাউদকান্দিতে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দাউদকান্দি (কুমিল্লা), ৩১ জানুয়ারি, এবিনিউজ : কুমিল্লার দাউদকান্দিতে নারীসহ ভ্রাম্যমাণ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকার ঈশাখা সিএনজি স্টেশনের নিকট থেকে তাদের আটক করে গৌরীপুর ফাড়ি পুলিশ।

আটককৃতরা হলো দাউদকান্দি উপজেলার হরিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মোঃ রাসেল (২২) এবং একই উপজেলার ইছাপুর গ্রামের মাদক ব্যবসায়ী জাকির হোসেনের স্ত্রী মোসাঃ সুলতানা (২৮)। এসময় তাদের কাছ থেকে ৬১ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গৌরীপুর পুলিশ ফাড়ির ইনচার্জ আ.স.ম আব্দুন নুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরস্থ ঈশাখা সিএনজি স্টেশনের নিকট থেকে প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ-৩১-৯৫৪০) নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা ইলিয়টগঞ্জ থেকে দাউদকান্দি যাচ্ছিলেন এবং দীর্ঘদিন গাড়িতে করে ভ্রাম্যমান মাদক ব্যবসা করে আসছিল। এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত