![বর্নাঢ্য আয়োজনে বেরোবি’তে কেন্দ্রীয় নবীন বরণ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/31/abnews-24.bbbbbbbbbb_123549.jpg)
বেরোবি (রংপুর), ৩১ জানুয়ারি, এবিনিউজ : বর্নাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনব্যাপী এই অনুষ্ঠানমালার শুরু হয়। এ সময় প্রথমবারের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষদীয় এবং বিভাগীয় পতাকা উত্তোলন করা হয়। আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের পর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) অভিবাদন গ্রহণের মধ্যদিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। এর পর ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে আমন্ত্রিত অতিথি, সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিশেষ সজ্জায় নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বোধনী পদযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুল অনুষ্ঠান স্থানে ফিরে আসে।
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আসিফ আল মতিন এর সঞ্চালনায় অনুষ্ঠানের এর মূল অভিভাষণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস্ (বিইউপি) এর ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার।
উল্লেখ্য, কেন্দ্রীয় নবীন বরণের অনুষ্ঠানে এবারেই প্রথমবারের মত ওরিয়েন্টেশনের দিনেই সকল শিক্ষার্থীকে আইডি কার্ড, বিশেষ টি-শার্ট এবং প্রয়োজনীয় উপকরণ সংবলিত একটি করে ফাইল সকলের মাঝে হস্তান্তর করা হয়।
এবিএন/তপন কুমার রায়/জসিম/তোহা