![সখীপুরে একরাতে ২ বাল্যবিবাহ বন্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/31/tangail_abnews24_123550.jpg)
সখীপুর (টাঙ্গাইল), ৩১ জানুয়ারি, এবিনিউজ : টাঙ্গাইলের সখীপুরে বিয়ের আসরে অভিযান চালিয়ে একই রাতে দু’টি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী ও সহকারী কমিশনার (ভূমি) আয়েশা জান্নাত তাহেরা এ অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য সূত্রে জানা যায়, উপজেলার প্রতিমা বংকী গ্রামের ব্যবসায়ী গোলাম মোস্তফার মেয়ে নবম শ্রেণিতে পড়ুয়া সুর্বণার (১৪) সঙ্গে একই এলাকার এক প্রবাসীর বিয়ের প্রস্তুতি চলছিল।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী ও সহকারী কমিশনার (ভূমি) আয়েশা জান্নাত তাহেরা ওই ছাত্রীর বাড়িতে উপস্থিত হন। পরে পরিবারের সদস্যদের মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করে দেয়া হয়। অন্যদিকে একই রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী গ্রামের আমজাদ হোসেনের ছেলে ব্যবসায়ী আমিনুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের কাজিরামপুর গ্রামের মুনসুর আলীর মেয়ে নবম শ্রেণির ছাত্রী মিতু আক্তার মিশুর (১৫) বিয়ের প্রস্তুতি চলছিল। ওই বিয়েটিও একইভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী সরকার রাখী বলেন, ‘রাতের বেলায় কৌশলে বাল্য বিবাহের খবর পেয়ে দু’টি বিয়েই বন্ধ করে দেয়া হয়েছে। পরে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত ওই দুই স্কুল ছাত্রীকে বিয়ে দেয়া হবে না মর্মে অভিভাবকের মুচলেকা নেয়া হয়েছে।
এবিএন/সাইফুল ইসলাম সানি/জসিম/তোহা