![লালমনিরহাটে ঢাকা ব্যাংকের শীতবস্ত্র বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/31/abnews-24.bbbbbbbbbbbbb_123558.jpg)
লালমনিরহাট, ৩১ জানুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটে তিস্তা নদীর চর অঞ্চলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা ব্যাংক। আজ বুধবার বিকালে জেলার হাতীবান্ধা উপজেলার চর ধুবনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীত বস্ত্র বিতরণের উদ্ধোধন করেন ঢাকা ব্যাংকের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা সফিকুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা ইউনিটের সম্পাদক আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী আলতাব হোসন, শিশু মৈত্রী একাডেমীর অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ইউ-পি সদস্য আইয়ুব আলী ও মোজাম্মেল হক। এ সময় ঢাকা ব্যাংক জেলার চর অঞ্চল গুলোতে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে বিভিন্ন শীত বস্ত্র বিতরণ করেন।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/তোহা