শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শিবপুরে প্রতিবন্ধীদের খানা জরিপে অন্তর্ভূক্ত করার দাবিতে মানববন্ধন

শিবপুরে প্রতিবন্ধীদের খানা জরিপে অন্তর্ভূক্ত করার দাবিতে মানববন্ধন

শিবপুরে প্রতিবন্ধীদের খানা জরিপে অন্তর্ভূক্ত করার দাবিতে মানববন্ধন

শিবপুর (নরসিংদী), ৩১ জানুয়ারি, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবনের সামনে ডিজএ্যাবল্ড পিপলস্ অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট শিবপুর নরসিংদীর (ডিপিওডির) আয়োজনে আজ সকাল ১১টায় সরকারি খানা শুমারীতে প্রতিবন্ধীদের বাদ রেখে জরিপ করার প্রতিবাদে প্রতিবন্ধীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান ভূঁইয়া, ডিপিওডির পরিচালক মো. ছানা উল্লাহ শেখ, সভাপতি লাভলী সুলতানা খান, নির্বাহী সদস্য আসাদুজ্জামান শেখ, শিবপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন স্বপন, সাংবাদিক ইলিয়াছ হায়দার প্রমুখ।

শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা বলেন, সরকারের খানা জরিপের ফরমে প্রতিবন্ধীদের নাম না থাকায় দুঃখ প্রকাশ করে বলেন প্রতিবন্ধীদের খানা জরিপে নাম অন্তরভূক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

বক্তারা বলেন, প্রতিবন্ধীদের জরিপের বাইরে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠনের কর্মীরা, প্রতিবন্ধীদের জাতীয় খানা জরিপে অন্তভূক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান। এসময় পৌরসভাসহ উপজেলার ৯ ইউনিয়নের প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত