![কয়রায় গ্রাম আদালতের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/31/khulna_abnews24 copy_123570.jpg)
কয়রা (খুলনা), ৩১ জানুয়ারি, এবিনিউজ : গ্রাম আদালতের কার্যক্রমের ওপর কয়রা সদর, উত্তর বেদকাশি ও দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বরদের (প্যানেল চেয়ারম্যান ব্যতীত) ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রথম ব্যাচের তিন দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল ৩০ জানুয়ারি শেষ হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. এনামুল হক ও প্রকল্প সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সমন্বয়কারী মো. রবিউল ইসলাম। গ্রাম আদালতের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষনার্থীদের মাঝে বিস্তারিত ধারনা প্রদান করা হয়।
এবিএন/শহিদুল্লাহ/জসিম/তোহা