![লক্ষ্মীপুর র্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/31/1-32-640x360_123571.jpg)
লক্ষ্মীপুর, ৩১ জানুয়ারি, এবিনিউজ : বেগমগঞ্জের ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শিপন (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প। আজ বুধবার ভোররাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত শিপন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন কাশিপুর গ্রামের মো. আবু সুফিয়ানের ছেলে।
র্যাব জানায়, অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা ও সহকারী পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে ওই গ্রেফতার অভিযান পরিচালিত হয়।
অভিযানিক দলটি গোয়েন্দা সুত্রে জানতে পারে যে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী শিপন তার নিজ বসত বাড়ীতে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করে হেফাজতে নেয়।
লক্ষ্মীপুর র্যাব-১১ এএসপি মোঃ ইকবাল হোসেন জানান, গ্রেফতারি পরোয়ানা ইস্যূর পর থেকে ওই আসমী গ্রেফতার এড়ানোর লক্ষ্যে পলাতক অবস্থায় ৩ বছর যাবৎ কাতারে আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামীকে সাধারণ ডায়রীমূলে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিএন/আবির আকাশ/জসিম/রাজ্জাক