শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিএমএসএফ’র মানববন্ধন

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিএমএসএফ’র মানববন্ধন

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিএমএসএফ’র মানববন্ধন

ঝালকাঠি, ৩১ জানুয়ারি, এবিনিউজ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বাদী হয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, প্রকাশকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারও বিএমএসএফ লালমনিরহাট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ শিপনের উপর হামলার প্রতিবাদসহ ১৪ দফা দাবীতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখা।

আজ বুধবার ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজিত এ কর্মসূচীতে জেলার সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ, মানবাধিকার সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন ও সংহতি প্রকাশ করেন।

বিএমএসএফ ঝালকাঠি জেলা শাখার সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহম্মেদ আবু জাফর। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর’র ঝালকাঠি প্রতিনিধি এস এম রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার যমুন টিভির ঝালকাঠি প্রতিনিধি দুলাল সাহা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর তরুন কর্মকার ও বাংলাদেশ মানাবাধিকার কমিশন ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক আবু সাঈদ খান।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঝালকাঠি শাখার সহ-সভাপতি শফিউল আজম টুটু, সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জেলা সভাপতি ডা. সুকমল ওঝা দোলন, দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যন মিজানুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন, নলছিটির সাংবাদিক খলিলুর রহমান ও সাংবাদিক এসএম রাজ্জাক পিন্টু।

কর্মসূচীতে সাংহতি প্রকাশ করেছেন ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক অজানা বার্তার সম্পাদক এসএমএ রহমান কাজল, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও স্থানীয় দৈনিক দুরযাত্র সম্পাদক জিয়াউল হাসান পলাশ, প্রথম আলো প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ ও মাইটিভি প্রতিনিধি বরতক হোসেন মৃধা।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত