
গোদাগাড়ী, ৩১ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে টেলিফোন অফিসের সামনে থেকে ৮৩ বোতল ফেনসিডিল ও ট্রাকসহ ড্রাইভার হেলপার গ্রেপ্তার করেছে পুলিশ। ট্রাকের নাম্বর ঢাকা মেট্রো -ট ১৮-৬৬৬২। আজ বুধবার বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানার এসআই সিহাবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উল ভর্তি ট্রাকে তল্লাশী চালিয়ে ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত জুয়েল রানা(২৫) চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার দক্ষিণ সাকোপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ও একই উপজেলার খোশবা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিঠুন ইসলাম(২২)।
গোদাগাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) অালতাফ হোসেন জানান, চাঁপাই নবাবগঞ্জ থেকে চাউল ভর্তি ট্রাকে করে ঢাকার দিকে যাওয়ার সময় ট্রাকের কেবিনে ব্যাগে ভরে ফেনসিডিল নিয়ে যাচ্ছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা দায়ের করে আসামীদের আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/রাজ্জাক