রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

ফ্রান্সে ক্যান্সারে একটি স্বপ্নের অপমৃত্যু!

ফ্রান্সে ক্যান্সারে একটি স্বপ্নের অপমৃত্যু!

ফ্রান্স, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : বছর পাঁচেক আগে ভাগ্য পরিবর্তন করার জন্য নানা সপ্ন বুনে পরিবারের হাল ধরার জন্য একজন ফারুক পাড়ি জমিয়ে ছিলেন স্বপ্নের ইউরোপে।তিনি নানা দূর্ঘম পথ পাড়ি দিয়ে পৌঁছে গিয়েছিলেন ইঊরোপের মানবাধিকারের দেশ ফ্রান্সে।তবে ভাগ্য সহায় না হলে যা হয়- এই পাঁচ বছরে জোটেনি বৈধভাবে থাকার অনুমতি।

স্বাভাবিকভাবেই প্রত্যেক প্রবাসীর দেশের নিকটজনরা অপেক্ষায় থাকেন কখন বিদেশ থেকে অর্থ আসবে আর তা দিয়ে চলবে সংসারের চাকা। তবে দূরারোগ্যব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে ফারক এখন আর সংসারের চাকা নয় নিজের চাকাই সচল করতে হিমসিম খাচ্ছেন।

ফ্রান্সে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার জন্য সিএমইউ বা এইড মেডিক্যাল না থাকায় চিকিৎসা নেওয়াও সম্ভব হচ্ছে না। 'মানুষ মানুষের জন্য' এই প্রবাদ'টির যথার্থ প্রমাণ দিয়ে প্রবাসী ইহাইয়া ভাই সহ কয়েকজন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর নিজের বাসায় রেখে পরম স্নেহে সেবা-শ্রুষা করছেন। একটি স্বপ্নের এমন অপমৃত্যু দেখে অজান্তেই চোখের জল চলে আসে...... ফ্রান্সে ক্যান্সারে একটি স্বপ্নের অপমৃত্যু!তার অবস্থার অবনতি ঘটেছে। বতর্মানে তিনি কথা বলতে পারছেন না । গতকাল বুধবার আবারো প্যারিসের (Hôpital Saint-Louis) হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হলে অবস্থার অবনতির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ অস্থায়ীভাবে থাকে ভর্তি করতে রাজী হয়। তবে ক্যানসারের কেমোথেরাপি তারা দিবে না (Aide médicale de l'État) (AME) রিজেক্ট (প্রত্যাখ্যাত) হওয়ার পর পুনরায় আবেদন করা হয়েছে। তার ফলাফল এখনও আসেনি।

শুরু থেকেই পরম স্নেহে সেবা-শুশ্রূষা করছেন বাঙালি প্রবাসী ভাইয়েরা। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- হয়ত তাকে দেশে পাঠাতে হতে পারে। তার সহযোগীতায় সবার এগিয়ে আসা একান্ত প্রয়োজন।

এবিএন/মোহাম্মদ আব্দুল মুহিব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত