![জলঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত ৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/01/accident_abnews_123636.jpg)
জলঢাকা (নীলফামারী), ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নীলফামারী জলঢাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেলো পথযাত্রীরা। গতকাল বুধবার সন্ধ্যায়
পৌরশহরের ডোমার ডিমলা মহাসড়কের ট্রাফিক মোড় সংলগ্ন হার্ডওয়ার পট্টিতে।
জানা যায়, উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুরের ব্যবহৃত পাজেরো গাড়ির সঙ্গে একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষঘটে। আহতদের মধ্যে মোটরসাইকেল আরোহিসহ ২ জন গুরুত্বর আহত হয়।
আহতরা হলেন- পুরুষউত্তম (৩৫) ফারুক হোসেন (৩০) মমিনুর (৫০) নাজমা (৪০) স্বরণী (২০) ও দোলন (২০)। পরে তাদের তৎক্ষানিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনার কারণ জানা যায়নি।
এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী হাসান/জসিম/এমসি