![মাওনা ফ্লাইওভার থেকে পড়ে বাসের চাকায় কিশোরের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/01/mowna-flyover_123639.jpg)
গাজীপুর, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : গাজীপুরের শ্রীপুরে মাওনা ফ্লাইওভার থেকে নিচে পড়ে বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে এ ঘটনার ঘটে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বলেন, কিশোরের বয়স আনুমানিক ১২-১৩ বছর। লোকজন বলেছে, ওই কিশোর ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়েছে। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই কিশোরের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ