শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দীর্ঘ ৮ বছর পর ডাকাত সর্দার আটক

দীর্ঘ ৮ বছর পর ডাকাত সর্দার আটক

ফরিদপুর, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : দীর্ঘ ৮ বছর পর দুর্ধর্ষ ডাকাত সর্দার দুলার সরদারকে (৪০) আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুরের সদস্যরা। গত মঙ্গলবার রাতে ঢাকার সাভার থেকে তাকে আটক করা হয়েছে।

পিবিআই'র অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, বিগত ২০০৯ সালে ফরিদপুরের মধুখালী টোলপ্লাজার কাছে ডাকাতির সময় ৫ ডাকাতকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। সেসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া বিভিন্ন সামগ্রী ও ডাকাতির কাজে ব্যবহার হওয়া জিনিষপত্র উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক থাকে। অধিক তদন্তের জন্য আদালত পিবিআইকে দায়িত্ব দেয়। আদালতের নির্দেশক্রমে পিবিআই ডাকাত দলের পলাতক সদস্যদের আটক করতে অভিযানে নামে। এরই অংশ হিসাবে এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল ঢাকার সাভার এলাকায় অভিযান চালায়।

দীর্ঘ ১৪ ঘন্টা অভিযান চালিয়ে সাভারের হেমায়েতপুর থেকে আটক করা হয় ডাকাত সর্দার দুলাল সরদারকে। বাকি ডাকাত দলের পলাতক সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত