![নরসিংদীতে ধর্মীয় আলোচনা ও ভজন সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/01/narsingdi-bhojon_123656.jpg)
নরসিংদী, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নিপীড়িত মানব সমাজের মুক্তির দিশারী, পরম সমাজ সংস্কারক গুরু শ্রী শ্রী রবিদাস মহারাজ জী’র ৬৪১ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মীয় আলোচনা ও ভজন সংগীতানুষ্ঠান করেছে নরসিংদী জেলা রবিদাস উন্নয়ন পরিষদ। বুধবার রাতে হাজীপুরের আদর্শপাড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিদাস জী’র জন্ম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি দীপক রবিদাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলীপ রবিদাস, কেন্দ্রীয় কমিটি'র উপদেষ্টা দুলাল রবিদাস, কেন্দ্রীয় কমিটি'র উপদেষ্টা টিএল রবিদাস রবি, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু, কেন্দ্রীয় কমিটি'র সদস্য সুভাষ রবিদাস, সুশিল রবিদাস, সুরেশ রবিদাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দিপক কুমার সাহাসহ রবিদাস সম্পাদায়ের উপজেলার নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, হিন্দু ধর্মীয় সবচেয়ে অবহেলিত ও বঞ্চিত সবচেয়ে নির্যাতন আর নিপীড়নের শিকার রবিদাস স¤প্রদায়। রবিদাস স¤প্রদায়ের লোকজনও সবার মত রক্ত মাংসের মানুষ। সমাজে তারাও অবদান রাখছে। রবিদাস স¤প্রদায় এখন জেগেছে। তারা তথা কথিত এই ধর্মীয় বিভাজন মানতে রাজি নয়। তাই রবিদাস স¤প্রদায়কে ছোট না ভেবে জাত গুত্র পরিহার করে মানুষ হিসাবে ভাবার আহ্বান জানান তারা।
এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর