রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

ঠাকুরগাঁওয়ে মেয়েদের ফুটবল প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে মেয়েদের ফুটবল প্রতিযোগিতা

ঠাকুরগাঁও, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : “ইভটিজিং, জঙ্গিবাদ, মাদকাসক্তি, বাল্যবিবাহ, এসিড সন্ত্রাস বিরোধী” পিকেএসএফ’র ‘ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি’র আওতায় ঠাকুরগাঁওয়ে মেয়েদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে রাঙ্গাটুলী প্রমিলা ফুটবল একাডেমি বনাম রাণীশংকৈল মহিলা ফুটবল একাদশে’র মাঝে এ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মেয়েদের ফুটবল প্রতিযোগিতায় রাঙ্গাটুলী প্রমিলা ফুটবল একাডেমি ও রাণীশংকৈল মহিলা ফুটবল একাদশ ০-০ গোলে ম্যাচ ড্র হয়। প্রতিযোগিতায় মেয়েদের খেলায় উৎসাহ বাড়ানোর জন্য দু-দলকেই বিজয়ী ঘোষনা করা হয়।

পরে রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে বিজয়ী দুই দলের হাতে পুরস্কার তুলে দেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ম্যানেজার আব্দুল মতিন, ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সিনিয়র কো-অডিনেটর আমিনুল হক।

ফুটবল খেলা চলাকালীন রাণীশংকৈল ডিগ্রি কলেজের মাঠ দর্শকে পরিপূর্ন হয়ে উঠে এবং খেলাকে ঘিরে একটি আনন্দ উৎসবের পরিবেশ লক্ষ্য করা যায়।

এবিএন/ রবিউল এহসান রিপন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত