_123673.jpg)
রানীশংকৈল( ঠাকুরগাও) , ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আজ ১ ফেব্রুয়ারী এস এস সি ও সমমান ও ভোকেশনাল পরীক্ষা ৫ টি কেন্দ্রে অনূষ্ঠিত হয়।
জানা যায়, পাইলট উচ্চ বিদ্যালয় ও ভেনু ভোকেশনাল কেন্দ্রে বাংলা পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১২৫৩ জন, অনূপস্থিত ৩, সরকারী বালিকা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৫৪ অনূপস্থিত ১। অলিমুদ্দিন সরকারী কেন্দ্রে ৬৮৫ অনূপস্থিত ২। কুসুমদ্দিন বালিকা কেন্দ্রে ৮৬৮ অনূপস্থিত ৩ জন । আবাদ তাকিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩৬৭। পরীক্ষা কেন্দ্রগুলো উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান, ভিজিলেন্সটিম ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি আবু তোরাব মানিক পরিদর্শন করেন।
এবিএন/মোঃ মোবারক আলী/জসিম/নির্ঝর