বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বাবার লাশ রেখে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থী

বাবার লাশ রেখে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থী

বাবার লাশ রেখে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থী

সদরপুর(ফরিদপুর) , ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের সদরপুরে এস,এস,সি পরীক্ষার শিক্ষার্থী তাহমিনা নামের এক ছাত্রী তার বাবার লাশ রেখে চোখের অশ্রু নিয়ে পরীক্ষায় আজ বৃহস্পতিবার অংশ গ্রহন করেছে। আজ তার বাংলা আবশ্যিক প্রথমপত্র পরীক্ষা। বার বার নিজেকে হারিয়ে ফেললেও সহপাঠী ও বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় ঔই ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। এ ঘটনায় বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র এক গভীর শোকের ছায়া নেমে এসেছে ছাত্রীর বাবার মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়ার পর। এক হাতে চোখ মুছতে ও অন্য হাত দিয়ে খাতায় উত্তরপত্র লেখতে দেখা যায়।

সংবাদ পেয়ে সংশ্লিষ্ট পরীক্ষার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিট্রেট পূরবী গোলদার ওই শিক্ষার্থীকে শান্তনা দেয়। এসময় আবেগঘন মুহুর্ত ছড়িয়ে পড়ে ওই রুমে। সুন্দর ভাবে পরীক্ষা দেওয়ার জন্যেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান নির্বাহী কর্মকর্তা।

জানাযায়, তাহমিনার বাবা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ তোফাজ্জেল হোসেন। সে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের মধ্য বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। এক বছর আগে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়। গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এ নিয়ে শিক্ষক সমাজ ও এলাকার জনমনে গভীর শোকের ছায়া পড়েছে।

মৃত্যুকালে ওই শিক্ষক দুই কন্যা,এক ছেলে ও স্ত্রী লাইলি বেগম কে রেখে যায়। বড় মেয়ে তাহমিনা এ বছর এস,এস,সি পরীক্ষায় অংশ নেয়। মেজ ছেলে আজিজুল ইসলাম এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করছে ও ছোট মেয়ে লাবনী বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেনীর ছাত্র।

এবিএন/মোঃ সাব্বির হাসান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত