
ঠাকুরগাঁও, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত।
পরিক্ষার্থীরা যেন শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহন করতে পারে ও পরিক্ষা দিতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি কেন্দ্রে ১জন করে নির্বাহী ম্যাজিসষ্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসের তথ্য মতে, এ বছর ঠাকুরগাঁও জেলায় ২২টি কেন্দ্রে ১৯ হাজার ৬’শ ৭৩ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করছেন।
জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, সকল শিক্ষার্থী যেন শান্তিপূর্ণভাবে পরিক্ষায় অংশগ্রহন করতে পারে তাই সব রকম প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। আশা করি কোন অপ্রিতিকর ঘটনার সম্মুক্ষিন হতে হবেনা।
এবিএন/ রবিউল এহসান রিপন/জসিম/নির্ঝর