![রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তির মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/01/train_kata@abnews_123707.jpg)
রাজবাড়ী, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ :রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ০১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাটল ট্রেনে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী জি আরপি থানার ওসি মোঃ হারুন মজুমদার জানান, খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগ্রামী সাটল ট্রেনটি গঙ্গাপ্রসাদপুর নামক স্থানে আসলে এক অজ্ঞাত যুবক রেল লাইন পার হতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর