![মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধিনে সারাদেশে শরু হয়েছে এসএসসি পরিক্ষা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/01/potuakhali-ssc_123710.jpg)
পটুয়াখালী, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধিনে অভিন্ন প্রশ্নপত্রে শরু হয়েছেএস,এস,সি পরিক্ষা। এই প্রথম সারাদেশব্যপী মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধিনে ২০ লক্ষ ৩১ হাজার শিক্ষার্থীরা অভিন্ন প্রশ্নপত্রে একযোগে এস,এস,সি পরিক্ষা দিচ্ছেন।
এরই ধারাবাহিকতা পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া, পটুয়াখালীসদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের হাজী আছমত আলী খান ডিগ্রী কলেজ ও একই ইউনিয়নের শহিদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে এস,এস,সি পরিক্ষার্থীদের পরিক্ষা হল পরিদর্শন করতে যান।
হল পরিদর্শন কালে তিনি পরিক্ষার্থীদের সাথে কুশল মিনিময়, প্রশ্নপত্র ও তাদের প্রস্তুতির ব্যপারে নানা খোজখবর নিয়ে থাকেন। সুন্দর পরিবেশে ও সহজ প্রশ্নে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
তিনি আরো জানান আমি শিক্ষানুরাগী। তাছাড়া তিনি হাজী আছমত আলী খান ডিগ্রী কলেজের ম্যানেজিং বোর্ডের সভাপতি। শিক্ষানুরাগী এই জননেতা শিক্ষার প্রসার ও মানউন্নয়নে কাজ করছেন দীর্ঘ দিনধরে। তিনি বিশ্বাস করেন শিক্ষার কোন বিকল্প নেই শিক্ষা জাতীর মেরদন্ড।
জেলা পরিষদ চেয়ারম্যান পরিক্ষা হল পরিদর্শনকালে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান দৈনিক বরিশাল অঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি সাঈদ ইব্রাহিম ও দৈনিক সমাচার পত্রিকার, abnews24 পোর্টালে জেলা ক্রাইম রিপোর্টার ও ন্যাশনাল প্রেস সোসাইটি পটুয়াখালী জেলার সভাপতি সিনিয়র সাংবাদি জলিলুর রহমান সোহেল সহ-স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আ'লীগের নেতাকর্মীরা উপস্থিত ছেলেন।
এবিএন/জলিলুর রহমান সোহেল/জসিম/নির্ঝর