![কচুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদকের ইন্তেকাল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/01/kochua-intekal_123716.jpg)
কচুয়া(বাগেরহাট) , ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাগেরহাটের কচুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক সময়ের খবর পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি নেয়ামুল হক সাহিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি এক কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনী ও হার্ডের সমস্যায় ভুগছিলেন। ঢাকার মহাখালীস্থ একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বুধবার রাত ৯.২৩ মিনিটে ইন্তোকল করেন।
নেয়ামুল হক সাহিন দীর্ঘদিন যাবৎ দৈনিক সময়ের খবর পত্রিকায় কর্মরত ছিলেন। এর আগে কচুয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি কচুয়া উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। সে কচুয়া উপজেলা সদরের মরহুম ডাঃ বজলুর রহমানের জেষ্ঠ পুত্র। তার অকাল মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক তালুকদার আঃ বাকি সহ সকল সদস্য,বাগেরহাট জেলা মফঃস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল সহ সকল সদস, কচুয়া প্রেসক্লাবের সভাপতি তুষার কান্তি রায় রনি, সহ সভাপতি সমির বরন পাইক, সহ সম্পাদক দিহিদারর জাহিদুল ইসলাম বুলু, কোষাধ্যক্ষ কাজী সাহিদ,নির্বাহী সদস্য শুকংকর দাস বাচ্চু, রথীন্দ্র নাথ সাহা,সুপার্থ মন্ডল,খান সুমন সহ সকল সদস্য,এছাড়া নকীব মিজানুুর রহমান, ফরিদুর রহমান সামীম সহ উপজেলার সকল সাংবাদিক,কচুয়া উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি নাজমুল হুদা মিঞা সহ সকল সদস্যবৃন্দ।
এবিএন/ শুভংকর দাস বাচ্চু/জসিম/নির্ঝর