বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নরসিংদীতে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান

নরসিংদীতে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান

নরসিংদী, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নরসিংদীতে বিভিন্ন ক্যাটাগরীতে ৮জনকে গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সোসাইটি অব মিউজিক্যাল ব্যান্ডস্ (এসএমবি)। বুধবার বিকেলে নরসিংদী সরকারি কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া।

সোসাইটি অব মিউজিক্যাল ব্যান্ডস্ (এসএমবি) নরসিংদী এর সমন্বয়ক শাহরীয়ার শামস্ কেনেডির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, রোটারী ক্লাব অব নরসিংদীর সাবেক প্রেসিডেন্ট রাসেল বিন হাসানাত।

নরসিংদীতে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান

যেসব ক্যাটাগরীতে সংবর্ধনা দেয়া হয়- বিশেষ সম্মননা ক্যাটাগরীতে আলী আফতাব ভূইয়া (তরুণ সাংবাদিক), ইমরান হোসেন (তরুণ শিল্পী), স্নিগ্ধা বাউল (তরুণ কবি) ও হাসানাত বিন রাসেল (সাদা মনের মানুষ)।

আজীবন সম্মাননা ক্যাটাগরীতে মো: কামরুজ্জামান কামরুল (শ্রেষ্ঠ পৌর মেয়র) এবং খোকন শাহ্ ও পাপিয়া চৌধুরী (সংগীত শিল্পী)।

মরণোত্তর সম্মাননা ক্যাটাগরীতে নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শামসুদ্দিন আহমেদ এছাক (গীতিকার, সুরকার ও লেখক) ও প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেন (আধুনিক শহরের রূপকার)।

সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, ব্যান্ড ব্ল্যাক, ব্যান্ড চাতক, ইমারন এন্ড ফ্রেন্ডস্ ও ব্যান্ড ইএফ।

এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত