![মতলবে সড়ক দূর্ঘটনায় ৮ এসএসসি পরীক্ষার্থী আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/01/road-acc@abnews_123718.jpg)
চাঁদপুর, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : মতলবের ৮ এসএসসি পরীক্ষার্থী সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৯টায় মতলব-বাবুরহাট সড়কের ঢাকিরগাঁও বাইপাস সড়কে। আহত ৮জন পরীক্ষার্থীই মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের।
জানা যায়, মুন্সীরহাট থেকে অটোরিকশাযুগে পরীক্ষা কেন্দ্র মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয়ে আসার পথে চাঁদপুরগামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে গুরুতর আহত হয় মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ সাব্বির (১৬), তার পিতার নাম মোঃ সেলিম গাজী। গ্রামের বাড়ি মতলব পৌরসভার দিঘলদী গ্রামে।
এছাড়া আরও আহত হয়েছে ৭ জন। এরা হচ্ছে- খাদিজা আক্তার (১৬), ইভা আক্তার (১৬) সহ অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তারা একই অটোরিকশা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে মতলবে আসছিল। এদের মধ্যে সাব্বিরের অবস্থা খুবই আশঙ্কানক। তাকে প্রথমে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় পরীক্ষা দেয়া হলো না সাব্বিরের। সাব্বিরের পিতা মোঃ সেলিম গাজী একজন দিনমজুর।
এবিএন/ শ্যামল চন্দ্র দাস/জসিম/নির্ঝর